Kolkata: লোকসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্যে আসছেন ৩ নির্বাচন কমিশনার

আরও পড়ুন

আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের ৩জন ডেপুটি ইলেকশন কমিশনার। ১১ সেপ্টেম্বর সকাল ন’টা থেকে সারাদিনব্যাপী রাজ্যের সব জেলার জেলাশাসকদের নিয়ে করবেন বিশেষ জরুরী বৈঠক। যে বৈঠকের বিষয়বস্তু দুটি। ১) আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি ও ২) ভোটার তালিকায় নাম সংযুক্তিকরণ থেকে শুরু করে ভোটার তালিকা শুদ্ধিকরণ। সাম্প্রতিককালে রাজ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের যে হিংসার ছবি ধরা পড়েছে তাকে মাথায় রেখেই সাগরদিঘি নির্বাচনকেই মাইলস্টোন করে নজির গড়তে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে সাধারণ মানুষ তাঁর নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এবং স্বাধীনভাবে। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রের। আসন্ন ধুপগুড়ির উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন কিনা তা অবশ্য সময়ই বলবে।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close