গত ৯ আগস্ট, বুধবার রাতে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেন ক্যাম্পাসের ছাদ থেকে পড়ে মারা যায় স্বপ্নদীপ কুন্ডু নামের বাংলা বিভাগের নব্য পড়ুয়া। প্রথম দফায় তিনজনকে গ্রেফতার করা হয়, পরবর্তীতে ৬ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার আরও ৩জনকে গ্রেফতার করা হ’ল। এরা হ’ল- রসায়নের পিজি পাস আউট নাসিম আখতার, গণিত পিজি টু পাস আউট হিমাংশু কর্মকার এবং কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র সত্যব্রত রায়।
শুক্রবার এই ৩জনকে ডেকে পাঠানো হয়েছিল প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু তদন্তে যাদবপুর থানায় । প্রশ্নোত্তরে অসঙ্গতি থাকায় তাদেরকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। আজ রাতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। আগামীকাল আলিপুর পুলিশ কোর্টে তোলা হবে। বর্তমানে স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুকাণ্ডে মোট ১২ জন সন্দেহভাজন অপরাধী ধরা পড়ল। তবে নিরীহ-মেধাবী ওই ছাত্রটির মৃত্যু-রহস্য দ্রুত উদঘাটিত হোক চান রাজ্যের সর্বস্তরের মানুষ।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা