এবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল এক আইনজীবীর কাছ থেকে। ঘটনাটি ঘটেছে কলকাতার একটি শপিং মলে। তার কাছ থেকে উদ্ধার করা ৫০ লক্ষ টাকা। জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
সূত্রের খবর, ঝাড়খণ্ডের ওই আইনজীবীর নাম রাজীব কুমার। কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশির হুমকি দিয়ে ১০ কোটি টাকায় রফা করতে বলেন রাঁচির আইনজীবী রাজীব কুমার। দরাদরি করে প্রথমে ৪ কোটি ও শেষপর্যন্ত ১ কোটি টাকায় রফা হয়। রবিবার প্রথম দফার ৫০ লক্ষ টাকা নেওয়ার সময়ে ঝাড়খণ্ডের ওই আইনজীবীকে হাতেনাতে পাকড়াও করে কলকাতা পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞেস করলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা নিয়েও তদন্ত শুরু করেছে কলকাতার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।