হিমাচলে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি মহিলার। শুক্রবার ট্রেকিং করার সময় হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তার। এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই মহিলা। শনিবার তার স্বামীর কাছ থেকে মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
সূত্রের খবর, মৃত ওই মহিলার নাম দীপাঞ্জনা মুখোপাধ্যায়। তিনি তার স্বামী ও ছেলের সঙ্গে দেরাদুনে ছুটি কাটাতে গিয়েছিলেন। গত ৫ নভেম্বর দেরাদুনে মাউলি থেকে তাদের ট্রেকিং শুরু হয়। শুক্রবার ট্রেকিং করার সময় তার হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়। তার শরীর ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকে। এরপরই তার মৃত্যু হয়।
দক্ষিণ কলকাতার কসবার বেদিয়াডাঙা এলাকার বাসিন্দা দীপাঞ্জনা। তার মৃত্যু খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভাঙা পড়েন তার পরিবারের সবাই। পরিবারের দাবি, তারা এর আগেও পাহাড়ে গিয়েছে। কিন্তু এরকম কখনই হয়নি। এবার পাহাড়ে এমন কি হল যে তার প্রাণটাই চলে গেল, টা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।