Kolkata : নর্দমা থেকে প্রাণহীন দেহ উদ্ধার!

আরও পড়ুন

নর্দমা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী এলাকায়। স্থানীয় মানুষেরা তাকে ওইভাবে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় সমস্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে বাঁশদ্রোনী থানার বিদ্যাসাগর পার্ক এলাকার নর্দমায় অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন এক যুবক। তাকে নর্দমার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে বাঁশদ্রোনী থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়- প্যান্ট-শার্ট পরা অবস্থায় নর্দমায় পড়ে রয়েছেন এক যুবক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, মৃত ওই যুবকের নাম বালেশ্বর দাস। তার কাছ থেকে মিলেছে কলকাতা পুরসভার একটি পরিচয় পত্র ও একটি বন্ধ মোবাইল। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির, নাকি খুন করা হয়েছে তাকে, তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close