উড়ালপুল থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কলকাতার গড়িয়াহাটের উড়ালপুলে। ঝাঁপ দিতে গিয়ে নীচে একটি গাড়ি চলে আসায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা বিষয়টি পুলিশকে জানায়। ঘটনাস্থলে পৌছে তড়িঘড়ি তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সূত্রের খবর, সেই তরুণীর নাম স্নেহা হালদার। বয়স আনুমানিক ২৬ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলের একটি সোনার দোকানের কর্মচারী ছিলেন স্নেহা। সাধারণত কাজ শেষ হওয়ার পর বালিগঞ্জ স্টেশন থেকে তিনি ট্রেন ধরে বাড়ি ফিরতেন। তিনি এদিন ট্রেন না ধরে গড়িয়াহাটের সেই উড়ালপুলের ওপর দিয়ে হাঁটতে শুরু করেন । বিশেষত গড়িয়াহাটের উড়ালপুলের ওপর দিয়ে হাঁটতে দেওয়া হয় না। কিন্তু, সেই তরুণী কিভাবে সেই উড়ালপুলের ওপর উঠে ঝাঁপ দিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্নেহা হালদার নামের ওই তরুণী উড়ালপুলের মাঝামাঝি জায়গায় এসে ঝাঁপ দেন। তিনি যখন ঝাঁপ দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই রাস্তা দিয়ে একটি ট্যাক্সি পারাপার হচ্ছিল। তিনি তখন ঝাঁপ দিয়ে সেই চলন্ত ট্যাক্সির ওপর আছড়ে পড়েন। ফলে, গুরুতরভাবে আহত হন তিনি। এমন ঘটনার দৃশ্যতই হতচকিত হয়ে যান ট্যাক্সিচালক। পুলিশি সূত্রের খবর, ওই তরুণী যখন আত্মহত্যার চেষ্টা করছিলেন তখন দুই বাইক আরোহী তাকে দেখে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাদের কোনও কথাতেই আমল দেননি স্নেহা। তিনি কেনও আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন? তিনি কি মানসিক অবসাদে ভুগছিলেন? উড়ালপুলের যেখানে হাঁটতে দেওয়া হয় না সেখানে তিনি পৌঁছলেনই বা কি করে? এই নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন ওয়েবডেস্ক, কলকাতা।