Kolkata : মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে মানুষ!

আরও পড়ুন

পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করল এক ব্যক্তি। শনিবার মাঝরাতে হঠাৎই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ে সেই ব্যক্তি। সারা রাত তাঁর বাড়ির মধ্যেই ছিলেন বলে জানা গেছে। বিষয়টি তারপর চাউর হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এঘটনার ফলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা নিয়েই উঠে এল এক বিরাট প্রশ্ন চিহ্ন।

সূত্রের খবর, শনিবার রাতে মমতা বন্দোপাধ্যায়ের অন্দর মহলে প্রবেশ করে সেই ব্যক্তি। পুনরায় বেরোনোর সুযোগ না পেয়ে সেই বাড়িতেই রাত কাটান তিনি। সকালবেলায় তাকে দেখতে পান মুখ্যমন্ত্রীর বাড়ির টহলদাররা। এরপর পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে এসে তারা সেই ব্যক্তিকে গ্রেফতার করে। তবে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন দুঁদে গোয়েন্দারা। ঠিক কি কারনে তিনি এরাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন তা জানার চেষ্টা চলছে।

মুখ্যমন্ত্রীর বাড়িতে এমন ঘটনা ঘটায় জল্পনার সৃষ্টি হয়েছে। কিভাবে মাঝ রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন সেই ব্যক্তি? সেই সময় মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীরাই বা কি করছিলেন? উঠছে অসংখ্য প্রশ্ন।

ফোর্টিন টাইম লাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close