Kolkata: শহরে ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক মহিলার

আরও পড়ুন

বারো নম্বর ক্রিক লেনে আগুন লেগে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার বেলা পৌণে তিনটে নাগাদ আগুন লাগে বলেই দমকল সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। বাড়িতে থাকা এক মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম সাথী বন্দ্যোপাধ্যায়। বয়স ৫২ বছর ।
ঘটনাস্থল মূচিপারা থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হওয়ার জন্যই গ্যাস সিলিন্ডার খুলেই ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে নিয়েছিলেন ওই মহিলা। ঘটনার সময় ঘরে একাই ছিলেন তিনি। ঘটনার নেপথ্যে কি রয়েছে তা তদন্ত করছে পুলিশ।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close