রাজ্যের মানুষের অভাব-অভিযোগ জানতে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। তার এই কর্মসূচিতে ভালোই সাড়া দিয়েছিলেন রাজ্যের সাধারণ মানুষ। এবার সেই পথেই শুধু ডায়মন্ড হারবারবাসীদের জন্য চালু হল ‘এক ডাকে অভিষেক’। সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ডায়মন্ড হারবার এলাকাবাসীদের সঙ্গে নিজের যোগাযোগ স্থাপন করতে চাইছেন। এই এলাকার বাসিন্দারা সরাসরি অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে পারবেন।
এই কর্মসূচিতে ডায়মন্ড হারবার এলাকার জন্য চালু হওয়া টোল ফ্রি নম্বরটি হল -৭৮৮৭৭৭৮৮৭৭। ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সারা বাংলার মানুষ তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জানাতে পারতেন। কিন্তু, ‘এক ডাকে অভিষেক’ এই কর্মসূচিতে ডায়মন্ড হারবারবাসীরাই শুধু যোগাযোগ করতে পারবেন। তাকে সমস্যার কথা জানানোর পর তিনি নিজেই সেই সমস্যা খতিয়ে দেখবেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করেন- লোকসভা নির্বাচনের জন্যই তাঁর এমন পদক্ষেপ।
ডায়মন্ড হারবারের বেশিরভাগ এলাকাগুলিতে অনেক ব্যানার লাগানো হয়েছে। ব্যানারে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যে নানারকম পরিষেবাগুলিতে অভিষেক বন্দোপাধ্যায় থাকার চেষ্টা করেন। এবার তাঁরই উদ্যোগেই শুরু হতে চলেছে ‘এক ডাকে অভিষেক’।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা- তৃণমূল সরকারের এই এই উদ্যোগটি অচিরেই সমাদৃত হবে।
ফোর্টিন টাইমলাইন, ডায়মন্ড হারবার।