Kolkata & Howrah: ভারপ্রাপ্ত ডি জি থাকছেন রাজীব কুমার

আরও পড়ুন

বিগত ১৯৮৯ সালের রেগুলার রিক্রুট বা আর আর ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার রাজ্য পুলিশের মহা নির্দেশকের পদ আগামীকাল থেকেই সামলাবেন। তিনি এতদিন রাজ্যের তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিকস
দফতরের মুখ্য সচিবের পদে অধিষ্ঠিত ছিলেন।
উল্লেখ্য, আজ, ২৭ ডিসেম্বর, বুধবার বর্তমান ডিজি মনোজ মালব্য-র কর্ম জীবনের দিন শেষ হচ্ছে। ওই পদে বসার জন্য কেন্দ্রের কাছে ৩ জন সিনিয়র আই পি এস অফিসার যথাক্রমে রাজীব কুমার, ড. রাজেশ কুমার এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করে পাঠানো হয়েছে। তথ্যাবিজ্ঞ মহলের ধারনা, কেন্দ্রের অনুমোদন না আসা পর্যন্ত সিনিয়র আই পি এস রাজীব কুমার-ই ওই পদ সামলাবেন। রাজ্যপাল রাজীব কুমারের নাম অনুমোদনও করেছেন বলে খবর। বুধবার নবান্ন সূত্রে এমন খবরই জানা গেছে।

হাওড়া এবং কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close