রাজ্য দপ্তর মদ বিক্রিতে চলতি অর্থবর্ষে ১৩ হাজার ৬০০ কোটি টাকা আয় করলো। গত বছরের তুলনায় ২০% বেশি আয় করলো রাজ্য। তার মধ্যে ৩ ভাগের ১ ভাগ দেশি মদ থেকেই আয় হয়েছে। আধিকারিকদের মতে এটি একটি নজিরবিহীন রেকর্ড গড়েছে রাজ্য। আধিকারিক দপ্তরের মতে, মদ বিক্রির জন্য যতটা টার্গেট রাখা হয়েছিল তার থেকে বেশি পরিমানে মদ বিক্রি হয়েছে।
গত দুই বছর কোরোনার প্রকোপের কারণে দেশবাসী দোল খেলতে না পারলেও, এই বছর কোরোনার প্রকোপ কাটিয়ে দেশবাসী রঙের উৎসবে ভালোই মেতেছিলেন। রঙ খেলার সাথে সাথে পাল্লা দিয়েও মদ বিক্রি হয়েছিল। দোলের সপ্তাহে মদ বিক্রি করে রাজ্যের আয় বিপুল বেড়ে গিয়েছি।সেই চারদিনেই প্রায় ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। গত বছরের তুলনায় এই বছরে মদ বিক্রির হার বেড়েছিল।
চলতি অর্থবর্ষে রাজ্যের মদ বিক্রিতে রেকর্ড আয়!!
রঙ খেলাতেও পাল্লা দিয়ে বিপুল পরিমানে চলেছে মদ বিক্রি
- Advertisement -