সহকর্মীর গুলিতে গুলিবিদ্ধ অন্য এক পুলিশকর্মী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ টাউনের টেকনোসিটি পুলিশ ব্যারাকে। সেই সহকর্মী ব্যারাকে এসে বন্ধুক রাখতে গিয়ে এমন ঘটনাটি ঘটে। তবে এই ঘটনাটি ইচ্ছাকৃত না দুর্ঘটনাবশত ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
সূত্রের খবর, আহত সেই পুলিশকর্মীর নাম কৌশিক ঘোষ এবং সেই তার সেই সহকর্মীর নাম অভিজিৎ ঘোষ। বুধবার রাতে ব্যারাকে এসে বন্ধুক রাখতে গিয়ে কোনোভাবে তার থেকে গুলি বেরিয়ে বাঁ পায়ে লাগে কৌশিকবাবুর। ঘটনাস্থলেই মাতিয়ে লুটিয়ে পড়েন তিনি। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও গুলি লাগার কারনে গভীর ক্ষত হয়েছে তার পায়ে। বৃহস্পতিবারই তার অস্ত্রোপচার করা হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সহকর্মী অভিজিৎ ঘোষকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, ব্যারাকপুর, কলকাতা।