শুক্রবার মন্ত্রী ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরদিন, শনিবার সকালেই তাকে আটক করা হয়। মেয়ে থাকেন বিলাসবহুল একটি আবাসনে এবং মা থাকেন একা একটি ভাঙা বাড়ির অগোছালো ঘরে। দীর্ঘদিন পর একটি বাড়িতে একা মা’কে দেখতে আসেন অর্পিতা। অর্পিতার কীর্তি নিয়ে এবার মুখ খুললেন তার মা।
সূত্রের খবর, মডেলিং, অভিনয়, ব্যবসা সবই করতেন অর্পিতা। কয়েকটি বাংলা সিনেমাতেও কাজ করেছেন। এছাড়াও, তামিল-ওড়িশা সিনেমাতে কাজ করলেও খুব বেশি জনপ্রিয়তা পাননি তিনি। তাতেই কি করে ২১ কোটি ২০ লক্ষের মালকিন হলেন তিনি, তা নিয়েই এখন জল্পনার সৃষ্টি হয়েছে। মেয়ের এমন কীর্তিতে তার মা বলেন, তিনি বেলঘরিয়ার বাড়িতে একাই থাকতেন বলে মাঝে-মধ্যে সেখানে যেতেন অর্পিতা। তিনি আরও বলেন, অর্পিতার বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে চাকরি করতেন। চাকরি ফুরানোর আগেই মৃত্যু ঘটে তার স্বামীর। বাবার চাকরির শূন্য পদে মেয়ে অর্পিতাকে অনুকম্পা জনিত(Compassionate ground) পটভূমিতে চাকরির আবেদন জানাতে পরামর্শ দিয়েছিলেন অর্পিতার মা। কিন্তু, তিনি অভিনয়ের দিকটাই বেছে নিয়েছিলেন। অর্পিতার মায়ের দাবি, অর্পিতার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে তা সত্যি হয়ে থাকলে তার ব্যবস্থা অবশ্যই হবে। মেয়ের কাছে পরে তিনি সব শুনবেন বলেও জানিয়েছেন তার মা।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।