Kolkata: ছ’বছর আগে ১২লক্ষ টাকা প্রতারণা করায় অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আরও পড়ুন

প্রতারণার অভিযোগে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জারিন খান। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হল সলমন খানের নায়িকা জারিন খানের বিরুদ্ধে। বলিউডের এই অভিনেত্রীর বিরুদ্ধেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হল।

শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করেই। পুলিশি সূত্রে খবর, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর ২৪ পরগণার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উলটে যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছতে থাকেন! শুধু তাই নয়, ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকি দেন, “কেনও যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বইয়ে কী করে কাজ পায়, দেখে নেব !” কার্যত সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ২০১৮ সালে মোটা অংকের টাকা ক্ষতির মুখে পড়ে। উল্টে হুমকি শুনে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সংস্থাটির আদালতে মামলা করা ছাড়া কোনও রাস্তা খোলা ছিল না। এমতাবস্থায় জারিন খান কি করেন সেটাই এখন দেখার।

কলকাতার শিয়ালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close