Kolkata: কয়লা পাচার কাণ্ডে লালা সহ গ্রেফতার ৫, বড় চক্র ধরার আশায় সিবিআই

আরও পড়ুন

কয়লা পাচার কাণ্ডে ECL এর পাঁচ আধিকারিক গ্রেফতার। CBI-এর হাতে গ্রেফতার বর্তমান ও ২ প্রাক্তন জেনারেল ম্যানেজার। কয়লা পাচারের সঙ্গে ‌যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয় তাদের। বৃহস্পতিবারই আদালতে পেশ করা হয় তাদের।

বুধবারই ECL-এর প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে মোট সাত আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় তাদের। সিবিআই সূত্রে খবর, গত দু’বছর পর কয়লা পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন, এই পাচারের মূল মাথা অনুপ মাঝি ওরফে লালা বন্ধ কয়লাখনি থেকে কয়লা লুট করে বলে অভিযোগ । সেই লুটের নেপথ্যে যোগ রয়েছে ECL-কর্তারা। তারা লালা বাহিনীর র‍্যাকেট সম্পর্কে অবগত ছিল। এমনকি তাদের মধ্যে আর্থিক লেনদেন হয় বলেও অভিযোগ। সূত্রের খবর, ECL কর্তাদের সামনেই কয়লা লুট করা হলেও কেনও তারা পুলিশকে খবর দেননি, এই নিয়ে উঠেছে প্রশ্ন। শেষমেশ কি হয় সেটাই এখন দেখার।

ফোর্টিন টাইম লাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close