Kolkata : ডেঙ্গুর শিকার এবার হাসপাতালের সহকারী সুপার

আরও পড়ুন

এবার ডেঙ্গুর শিকার হলেন বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরা। রাজ্যে অনেকেই এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ফলে প্রতিদিনই রাজ্যজুড়ে ডেঙ্গু আতঙ্ক বেড়েই চলছে।

সূত্রের খবর, কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন অনির্বাণবাবু। বয়স ৪২ বছর। তার শরীরে একাধিক উপসর্গ থাকায় তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরীক্ষা করে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত ১ নভেম্বর বেলেঘাটা হাসপাতালে ভরতি করা হয় তাকে। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু বৃহস্পতিবার অনির্বাণবাবুর অবস্থার অবনতি হয়। প্লেটলেট নেমে যায় ১৬ হাজারে। যদিও তার পরস্থিতি স্থিতিশীলই ছিল।

শুক্রবার সকালে হাসপাতালে অনির্বানবাবুর মৃত্যু হয়। জানা গিয়েছে, তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারন হিসেবে উল্লেখ করা হয়েছে ডেঙ্গু। এই মৃত্যর ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

ফোটান টাইমলাইন, বেলেঘাটা, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close