Kolkata : গয়না চুরির ঘটনায় বাঙ্ককর্মী গ্রেফতার

আরও পড়ুন

ব্যাঙ্ক থেকে গয়না চুরি করে পলাতক বাঙ্কেরই কর্মী। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে। চোর রাতভর ব্যাঙ্কেই লুকিয়েছিল হেলমেট পড়ে। সকালে ব্যাঙ্ক খুলতেই গয়না নিয়ে পালায় সে। বন্ধকী গয়না চুরির ঘটনায় গ্রেফতার সেই ব্যাঙ্ক কর্মী-ই।

সূত্রের খবর, অভিযুক্ত সেই ব্যাঙ্ক কর্মীর নাম প্রবীর হালদার। তিনি ইয়েস ব্যাঙ্কের পার্ক সার্কাস শাখায় হাউসকিপার পদে কর্মরত ছিলেন। প্রায় আড়াই কেজি সোনার গয়না চুরি হয়েছিল ওই ব্যাঙ্ক থেকে। কিছুদিন আগে তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে শুক্রবার ব্যাঙ্কের সেই কর্মীকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি বার্গলারি শাখার পুলিশ। সাধারণ মানুষের প্রশ্ন- রক্ষক-ই যেখানে ভক্ষক, সেখানে গ্রাহকেরা গিয়ে দাঁড়াবেন কোথায়!

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close