Kolkata : মুখ্যমন্ত্রীর হাতে বঙ্গরত্ন সম্মান পেল বেথুন স্কুল

আরও পড়ুন

কলকাতার বেথুন কলেজিয়েট স্কুল পথ চলার ১৭৫ বছর পূর্ণ করল। বুধবার বেথুন স্কুলের ১৭৫ বছর পূর্তিতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই এদিন স্মরণীয় পুরস্কার বঙ্গরত্ন বেথুন কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

সূত্রের খবর, বুধবার বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫ তম বছর পূর্তি অনুষ্ঠিত হয়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিল্প ও নারী কল্যাণমন্ত্রী শশী পাঁজা-সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

১৮০০ সালের মাঝামাঝি সময়ে মাত্র ২১ জন ছাত্রীকে নিয়ে দেশের প্রথম মেয়েদের স্কুল বেথুন কলেজিয়েট স্কুল তার যাত্রা শুরু করে। এরপর দেখতে দেখতে আজ ১৭৫ বছর পূর্ণ হয়ে গেল। সেই উপলক্ষে বছর ব্যাপী অনুষ্ঠানের জন্য এমন আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই তিনি স্কুল কর্তৃপক্ষের হাতে বঙ্গরত্ন সম্মান তুলে দেন।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close