Kolkata : জন্মষ্টমীতে মুক্তি পেল ‘বিসমিল্লা’

আরও পড়ুন

শুক্রবার জন্মাষ্টমীর মধ্যেই মুক্তি পেল ‘বিসমিল্লা’। চলচ্চিত্রটি একটি সঙ্গীত পরিবারের ঐতিহ্য এবং তরুণ সঙ্গীতজ্ঞের যাত্রার কাহিনী অবলম্বনে নির্মিত। দুই ভিন্ন ধর্ম, ভালোবাসা, নিজের অস্তিত্ব, সাধনা, এই সবকিছুকে কোলাজ করেই তৈরি করা হয়েছে সিনেমাটি। ছবিটির পরিচালক হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ছবির দৃশ্যে একসঙ্গে ঋদ্ধি এবং শুভশ্রী

সূত্রের খবর, প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঋদ্ধি-শুভশ্রী। ‘বিসমিল্লা’য় মুখ্য অভিনয়ে অভিনয় করছেন বিসমিল্লাহ ওরফে বিসু চরিত্রে ঋদ্ধি সেন এবং ফাতেমার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা রায়চৌধুরী-সহ আরও অনেকেই। কয়েক মাস আগেই কলকাতা এবং পুরুলিয়ায় ছবির শুটিং শেষ হয়।

ভিন্নধর্মী অবস্থায় ফাতেমার চরিত্রে নতুনভাবে দেখে যাবে অভিনেত্রী শুভশ্রীকে। ফাতেমা থেকেই এবার সে হয়ে উঠবে ‘বিসমিল্লা’ বা ‘বিসু’র রাধা। ধর্ম-জাতপাতের ভেদাভেদের উর্ধে গিয়ে তৈরি হয়েছে এই ছবি। এখানে দুই ধর্মের ভেদাভেদ না থাকার ফলে অভিনেতাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, “আমরা প্রত্যেকে নিজের মন প্রাণ দিয়ে কাজ করেছি। সততা দিয়ে এই ছবি তৈরি করেছি। মানুষের মনকে ছোঁয়ার জন্যই এত চেষ্টা। ছবিটি দেখে যদি দর্শকের ভালো না লাগে, তখন সেটা মেনে নেওয়া যায়। কিন্তু তা না দেখেই নানা মন্তব্য করা হচ্ছে, বয়কটের ডাক উঠছে। সেটা মেনে নেওয়া যাচ্ছে না।” এখন দেখার বিষয় কতটা সাফল্য পেতে পারে ‘বিসমিল্লা’।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close