ফুল কিনতে এসে গুলিবিদ্ধ হলেন এক ইমারতি সামগ্রী বিক্রেতা। বৃহস্পতিবার নোয়াপাড়া থানা এলাকায় মায়াপল্লিতে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম রবীন দাস। এমন ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এদিন ওই ব্যবসায়ীকে লক্ষ করে পর পর ৩ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মোট ৩জন দুষ্কৃতী পায়ে হেঁটে আসে, রবীনবাবু যখন বাড়ির পুজোর জন্য ফুল কিনছিলেন, ঠিক সেই সময় তাঁরা পিছনে দাঁড়িয়ে গুলি করে রেলগেট টপকে পালিয়ে যায়। ইছাপুরের মায়াপুর কলোনীর ২২নম্বর রেলগেটের সামনে এমন ঘটনা ঘটায় তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, চলছে জিজ্ঞাসাবাদও। এমন ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি পুলিশকর্তাদের দৃষ্টি আকর্ষণ করাতে তৈরি হচ্ছেন বলে জানা গেছে।
নোয়াপাড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।