রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের শেষ দিনে জেলা সফরে বার হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandapadhyay)। এই যাত্রায় তাঁর তিন দিনের কর্মসূচি বলেই খবর। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আগামী ৩১ মে পুরুলিয়ায় কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১ জুন,বুধবার মুখ্যমন্ত্রী যেতে পারেন বাঁকুড়ায় জেলা সফরে। সামনে কিছু দিন বাদে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই সংগঠনকে চাঙ্গা করতে ঘর গুছিয়ে নিতে চান মুখ্যমন্ত্রী মমতা।
সূত্রের খবর, আগামী ৩১ মে,বুধবার সকাল ১০টা নাগাদ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে। পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর কর্মিসভার দিনক্ষণ চূড়ান্ত হতেই ব্যস্ততা শুরু পুরুলিয়া জেলা তৃণমূলে (TMC)। শুক্রবার পুরুলিয়া জেলা তৃণমূলকে দিনক্ষণ জানানোর পরেই জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া পুরুলিয়া শহরের উপকণ্ঠে শিমুলিয়ায় ব্যাটারি গ্রাউন্ড পরিদর্শন করেন। শনিবার আরও কয়েকটি মাঠ পরিদর্শনের পরেই কর্মিসভার স্থল চূড়ান্ত করা হবে।
শনিবার কর্মিসভার স্থল চূড়ান্ত করতে রাজ্যের পূর্ত, আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক পুরুলিয়ায় পৌঁছন। জেলা তৃণমূলের সভাপতি বলেন, “আরও কয়েকটি মাঠ দেখার পর কর্মিসভার স্থল চূড়ান্ত করবেন মন্ত্রী মলয় ঘটক।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তৃণমূল নেত্রী পুরুলিয়ায় পা রাখবেন। কর্মিসভাকে ঘিরে সোশ্যাল সাইটে প্রচার শুরু করে দিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া থেকে মমতাদেবীর গন্তব্য বাঁকুড়ায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বর্মা সাংবাদিকদের জানিয়েছেন- এখনও পর্যন্ত যা খবর, ৩১ মে দুপুরে বাঁকুড়ায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। বাকি কর্মসূচি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর আগমণের খবর চাউর হতেই আনন্দে উদ্বেলিত দুই জেলা যথাক্রমে পুরুলিয়া, বাঁকুড়ার মানুষ।
Fourteen Web Desk, Kolkata