দিল্লিতে কুস্তিগীরদের সমর্থন করে বৃহস্পতিবার মোমবাতি মিছিলে যোগ দিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে এদিন তারা প্রতিবাদ মিছিল করেন।
সূত্রের খবর, এদিন কলকাতা ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদে সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি-কে উদ্দেশ্য করে বলেন, কুস্তিগীরদের ওপর অত্যাচার হচ্ছে। পুলিশ দিয়ে মারধর করানো হচ্ছে। আগামীতে কুস্তিগীরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন দেশের কুস্তিগীররা। গত ২৩ এপ্রিল থেকে ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তর মন্তরের সামনে ধর্না দিচ্ছিলেন বিশিষ্ট কুস্তিগীররা। মঙ্গলবার তারা হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক বিসর্জনের উদ্যোগ নিয়েছিলেন। তবে কৃষক নেতারা তাদের আটকে দেওয়ায় তারা পদক বিসর্জন দিতে পারেননি। এরপর কেন্দ্রীয় সরকারকে পাঁচ দিনের সময় দিয়েছেন কুস্তিগীররা। এর মধ্যে কোনও ব্যবস্থা না নিলে তারা আরও বড় আন্দোলন করবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন।
প্রসঙ্গত, বুধবার কুস্তিগীরদের দাবির সমর্থনে কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মিছিলে মুখ্যমন্ত্রী ছাড়াও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রিকেটার মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, কৃষ্ণেন্দু রায়, গৌতম সরকার, বিদেশ বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রীকে মমতা নির্দেশ দিয়েছিলেন- কুস্তিগীরদের সমর্থনে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করার। সেই মতো করে নবান্নে বৈঠক শেষ করে মিছিলে প্ল্যাকার্ড হাতে সামিল হন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর মোমবাতি মিছিলে হাঁটা নিয়ে ব্রিজভূষণ এবং তার দল ভারতীয় জনতা পার্টি যে চাপে পড়ল তাতে কোনও সন্দেহ নেই।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।