প্রতিদিনের মতোই রাস্তার মোড়ে নিজের কর্তব্য পালন করছিলেন এক সিভিক ভলান্টিয়ার। সেই সময় একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে চলে যায়। এরপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে তারাতলার মোড়ে।
সূত্রের খবর, মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম অমিত চক্রবর্তী। তিনি প্রতিদিনের মতোই বুধবার রাতেও নিজের কর্তব্য পালন করছিলেন। আচমকাই একটি সাদা রঙের চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। এর ফলে অমিতবাবু পড়ে গেলে গাড়িটি তাকে পিষে দিয়ে একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা খায়। এমন দুর্ঘটনার জেরে ওই চার চাকা গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সেখান থেকে সবাই তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। এই দুর্ঘটনার সঙ্গে যে জড়িত তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।