Kolkata : লরির ধাক্কায় মৃত্যু কনস্টেবলের

আরও পড়ুন

শনিবার বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা থানা এলাকার আর জি কর রোডে। মৃত ওই কনস্টেবলের নাম নেপোলিয়ন বলোয়ারি। তিনি ট্রাফিক গার্ডের হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় ঘাতক লরি ও চালককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিন রাতে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। তার মোটর বাইকের চাকা পিছলে যায় এবং তিনি রাস্তায় ট্রামলাইনের ওপরে পড়ে যান। সে সময় একটি লরি এসে তাকে ধাক্কা মারে যার ফলে গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা ওই কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করেন। এহেন পরিস্থিতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের ওপর।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close