Kolkata : রিষড়াকাণ্ডে আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ ডিভিশন বেঞ্চের

আরও পড়ুন

রিষড়ায় পুনরায় শান্তি ফিরিয়ে আনার জন্য আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনই পরামর্শ দিয়েছে। রিষড়ার পরিস্থিতি আবার আগের মতো গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে প্রায় ১ ঘন্টার মধ্যে অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যের কাছে জানতে বলে আদালত।

সূত্রের খবর, আদালতে রিষড়াকাণ্ড প্রসঙ্গে সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, ডায়মন্ড হারবারের এক বিচারকের পরিবার রয়েছে শ্রীরামপুর এলাকায়। তা নিয়ে তিনি উদ্বিগ্ন। ওই বিচারক চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মতে, একটি জেলার পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অন্য জেলা থেকে বাহিনী আনতে হচ্ছে। সেখানে যদি কোনও ঘটনা ঘটে তখন কী হবে?। পাশাপাশি হনুমান জয়ন্তীর আগে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close