Kolkata & Bolpur : পরলোকে পদ্মশ্রীপ্রাপ্ত ১ টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি ‘১ টাকার চিকিৎসক’ নামে খ্যাত। মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর এমন প্রয়াণে শোকস্তব্ধ সাধারণ মানুষ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা ছিলেন সুশোভনবাবু। তিনি তাঁর বাড়িতে বসেই রোগী দেখতেন। দীর্ঘ বহু বছর ধরে তিনি ১ টাকার বিনিময়ে গরিব মানুষদের চিকিৎসা করতেন। যারা টাকার জন্য ঠিকমতো চিকিৎসা করতে পারেন না, তাদের জন্যই তাঁর এমন উদ্যোগ। এছাড়াও, বহু বিশিষ্ট ব্যক্তিদের চিকিৎসা করেছেন তিনি। মূলত, সমাজের সব রকম মানুষের পাশেই তিনি দাঁড়াতেন। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতির কমিটির সদস্যও ছিলেন সুশোভনবাবু। দূর-দূরান্ত থেকে মানুষ তাঁর কাছে চিকিৎসার জন্য আসতেন। তাদের কাছে ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় ছিলেন ভগবানের আর এক রূপ।

গরিবদের মাত্র ১ টাকায় চিকিৎসা করানোর জন্য ২০২১ সালের ৮ নভেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেন। বার্ধক্যজনিত কারনে দীর্ঘ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সুশোভনবাবু। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই আজ তাঁর প্রয়াণ ঘটে। শোকস্তব্ধ বোলপুর-শান্তিনিকেতন।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা ও বীরভূম।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close