অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ করতে চলেছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস নামের একটি প্রকল্পে নিয়োগ করা হবে । পদটি সম্পূর্ণ স্বেচ্ছা সেবামূলক। এই কাজে নিযুক্ত কোনও ব্যক্তি কখনও নিজেকে সরকারি কর্মী বলে দাবি করতে পারবেন না। প্রকল্প বন্ধ হয়ে গেলে তাদের দায়দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবে না। মূলত হুগলি জেলার চারটি এলাকায় কর্মী নিয়োগ হবে। চারটি গ্রামপঞ্চায়েত এলাকাগুলি হল- কোতলপুর, জাঙ্গীপাড়া, দিলাকাশা ও রশিদপুর। আবেদনকারিনীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। অবসররের বয়স ৬৫ বছর। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, গত ৩১জানুয়ারি ২০২৩ এর হিসেবে আবেদনকারিনীদের অষ্ঠম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আবেদনকারিনীদের স্থানীয় পঞ্চায়েত সমিতি অঞ্চলের বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মোট ১৯ জন কর্মী নেওয়া হবে। গত ১০ অগস্ট থেকে অনলাইনে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে চলে আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩, সোমবার পর্যন্ত।
মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেখানে পাশ করলে মৌখিক পরীক্ষায় বসার সুযোগ থাকবে। মৌখিক পরীক্ষার মান ১০ নম্বর।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে-
ক. মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণি মান) : পূর্ণমান-১৫
খ. পাটি গণিত (অষ্টম শ্রেণি মান) : পূর্ণমান-২০
গ. পুষ্টি- জনস্বাস্থ্য – মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন : পূর্ণমান-১৫
ঘ. ইংরেজী ভাষাজ্ঞান ( প্রার্থীদের ইংরেজী ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান, অনুবাদ ইত্যাদি) (অষ্টম শ্রেণি মান) : পূর্ণমান-২০
ঙ. সাধারণ জ্ঞান : পূর্ণমান-২০
হুগলী জেলার আগ্রহী প্রার্থীরা www.hooghly.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
বিস্তারিত জানতে www.hooghly.nic.in ওয়েবসাইটটি ফলো রাখুন।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট,টাইমস ফোর্টিন বাংলা।