Kolkata : নাইটক্লাবে বাঁদর-ছানাকে আটকে রেখে দেদার ফূর্তি !

আরও পড়ুন

নির্মমভাবে একটি বাঁদরছানাকে শিকল দিয়ে বেঁধে রেখে নাইটক্লাবে সবাই ব্যস্ত ফূর্তি করতে। বাঁদরছানাটি বাঁধা রয়েছে ক্লাবেরই এক কোণে। এমন ঘটনাটি ঘটেছে কলকাতার একটি নাইটক্লাবে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হতেই নাইটক্লাব কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন পশুপ্রেমী থেকে শুরু করে প্রথম সারির তারকারা। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি টাইমস ফোর্টিন বাংলা।

সূত্রের খবর, কলকাতার খ্যাতনামা নাইটক্লাবগুলির মধ্যে টয়রুম নাইটক্লাব-এর বিরুদ্ধে অভিযযোগ উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বাঁদরছানাটিকে শিকলে বেঁধে রেখে হৈ-হুল্লোরে ব্যস্ত সবাই।

এই ঘটনার বিরুদ্ধে লজ্জা প্রকাশ করেছেন বিভিন্ন তারকারাও। এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিভিন্ন তারকা।

তবে এমন যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে টয়রুম নাইটক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি, এই বাঁদরছানাটিকে নিয়ে কয়েকজন মাদারি ক্লাবের বাইরে ঘোরাফেরা করছিলেন। বাঁদরছানাটি তাদেরই।

 আসলে তাদের ভিতরে খেলা দেখানোর অনুমতি দেওয়া হয়নি বলেই এধরনের ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close