গরমের ছুটির মেয়াদ বাড়ানো হল আরও ১০ দিনের জন্য। ১৫ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নিৰ্দেশ দেওয়া হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছেন। ৫ জুনের পরিবর্তে ১৬ জুন খুলবে স্কুল।
উল্লেখ্য, রাজ্যে তীব্র দাবদাহের কারনে গত ২ মে থেকে স্কুলে গরমের ছুটির নির্দেশ দেওয়া হয়েছিল। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী গরমের ছুটি শেষ হওয়ার কথা ছিল আগামী ৪ জুন। অর্থাৎ ৫ তারিখে স্কুল খুলতো। কিন্তু রাজ্যে আবহাওয়ার তেমন পরিবর্তন না হওয়ায় তীব্র গরমের কারনে ফের ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এখনই গরমের ছুটি শেষ হচ্ছে না। গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে তা ১৫ জুন পর্যন্ত করে দেওয়া হল।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।