দক্ষিণ দিনাজপুর থেকে ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ল ভুয়ো এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শনিবার সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে।
সূত্রের খবর, ওই যুবকের নাম প্রীতম ঘোষ। তাকে দেখে সন্দেহ হয় সেখানকার কর্মী সৌরভ ঘোষের। তিনি জানান, ইন্টারভিউয়ের জন্য সঙ্গে আনা ‘কল লেটারে’ ওই যুবকের স্বাক্ষর ছিল না।শুধু তাই নয়, চাকরিপ্রার্থীদের নামের তালিকাতেও ওই যুবকের নাম ছিল না। তিনি সঙ্গে সঙ্গে পর্ষদের কর্তাদের বিষয়টি জানান। পর্ষদ কর্তৃপক্ষ ওই যুবককে অ্যাডমিট কার্ড দেখাতে বললে, তিনি বলেন- অ্যাডমিট কার্ড বাইরে দাঁড়িয়ে থাকা তারএক আত্মীয়র কাছে রাখা আছে।তার এই অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় পর্ষদের কর্তৃপক্ষ পুরো বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসেওই যুবকের সঙ্গে তার আত্মীয়কেও গ্রেফতার করে। তবে পুলিশের ধারনা- শুধু এরাই নয় এদের পেছনে আরও কেউ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্তে করছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।