সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপে দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে সিবিআই। বাংলার বহু স্কুল থেকে সংখ্যালঘু স্কলারশিপের জন্য অনেক আবেদনপত্র জমা পড়েছে। জমা পড়া আবেদনের বেশিরভাগই ভুয়ো। এমনটাই দাবি করেছে সংখ্যালঘু উন্নয়ণমন্ত্রক। গত ২০১৭-২২ সাল পর্যন্ত সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের নামে প্রায় ১৪৪ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ হয়েছে। দুর্নীতি দমন আইন ও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার ধারায় মামলা রুজু করা হয়েছে।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।