সোমবার নারদ মামলায় ব্যাংঙ্কশাল আদালতে হাজিরা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কামারহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন শোভন চট্টোপাধ্যায় দেখে তার পূর্ব পরিচিত কোন এক ব্যক্তি দাদা বলে সম্বোধন করলেও এবিষয়ে প্রতি উত্তর দেননি শোভন চট্টোপাধ্যায়। যদিও এদিন আদালতে অনুপস্থিত ছিলেন আই পি এস অফিসার এসএমএস মির্জা।
পাশাপাশি নারদ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, ও এসএমএস মির্জা। অন্যদিকে নারদ মামলায় সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তদের নাম রয়েছে। পাশাপাশি এদিন ব্যাঙ্কশাল আদালতে শুনানি শেষে বিচারক এই মামলার পরবর্তী শুনানি ৩০ নভেম্বর রেখেছেন।এদিন অভিযুক্তদের নিজের চোখে পরখ করতে বহু মানুষ হাজির ছিলেন।
কলকাতার ব্যাংকশাল কোর্ট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।