বুধবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনা সামনে আসতেই আরও র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়য়ের জুওলজি বিভাগের আর এক প্রথম বর্ষের ছাত্র অর্পণ মাঝি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করেন। তিনি জানান, হোস্টেলে সেও র্যাগিংয়ের শিকার হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই ছাত্র সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন হোস্টেলের সিনিয়রদের কাছে কিভাবে র্যাগিংয়ের মুখে পড়তে হয়েছিল তাকে। আসানসোল থেকে পড়তে আসা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র খানিকটা হলেও সেই র্যাগিংয়ের ভয়েই হোস্টেলে আর এখন থাকেন না।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।