শনিবার গুরুতর অসুস্থ হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভর্তি হলেন কলকাতার একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে, বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা। তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয়েছে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের আবাসন থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। এমন খবরে উদ্বেগে রয়েছেন রাজ্যবাসী।
পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকাল থেকেই অসুস্থতা বৃদ্ধি পায় বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। সেই মতো পাম অ্যাভিনিউ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আলিপুরে থাকা ওই হাসপাতালের উদ্দেশে রওনা হয় অ্যাম্বুল্যান্সটি। আরও একটি সূত্র জানাচ্ছে, রাস্তায় বুদ্ধদেবের শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটে। সে জন্য আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
কলকাতা থেকে টাইমস ফোর্টিন বাংলা-র আরেক প্রতিনিধি মৃণাল সরকারের সংযোজন : বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে পটাশিয়ামের মাত্রা নেমে এসেছিল, বেড়েছিল শ্বাসকষ্ট। তিন দিন যাবত তাঁর বাড়িতেই চিকিৎসা চলছিল। খবর পেয়ে ছুটে আসেন সিপিআই(এম)- এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বার্ধক্য জনিত কারনেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলেই অনুমান করছেন সিপিআই(এম) দলের নেতা-কর্মীরা।
অন্য একটি সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি-র সমস্যা রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে তিনি করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। সেই সময় ২০২১ সালের ১৮ মে করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে ছিলেন প্রাক্তন বুদ্ধদেব। শারীরিক অবস্থার অবনতি হলে সে বছর ২৫ মে তাঁকে আলিপুরের এই বেসরকারি হাসপাতালেই তাঁকে ভর্তি করানো হয়েছিল। ২০২১-এর ২ জুন আলিপুরের ওই হাসপাতাল থেকে ছাড়া পান বুদ্ধদেব। তাঁর পর কিছুদিন সিআইটি রোডের একটি নার্সিংহোমে ছিলেন তিনি। বর্তমানে তাঁকে নিয়ে চিন্তিত রাজ্যের মানুষ।
কলকাতা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।