এখন থেকে এরাজ্যের সমস্ত আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসকরা এখন থেকে ফিট সার্টিফিকেট দিতে পারবেন। ব্লক স্তর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান এবং পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের দেওয়া ফিট সার্টিফিকেট বৈধ বলে বিবেচিত হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট সাম্প্রতিককালে এক রুলিংএ এ্যালোপ্যাথি ডাক্তারদের পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসকরাও মেডিকেল সার্টিফিকেট এবং ফিটনেস সার্টিফিকেট দিতে পারবেন বলে জানিয়েছিল। তা আগামীদিনে কার্যকর হতে চলেছে। এমন খবরে খুশি আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।