সোমবার পাঞ্জাবের স্বর্ণ মন্দির প্রবন্ধক কমিটি-র তরফে, অমৃতসর এর পক্ষ থেকে আজ বিধানসভায় এসে আমন্ত্রণ জানান হ’ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাঞ্জাবী সম্প্রদায়ের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ এবং স্বর্ণমন্দির দর্শনের আমন্ত্রণ পেয়ে তিনি রীতিমতো আপ্লুত। মুখ্যমন্ত্রী জানান, তিনি অতি অবশ্যই পাঞ্জাবের স্বর্ণ মন্দির দর্শনে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেন মুখ্যমন্ত্রী বলেন,আজাদির লড়াইয়ে বাংলা এবং পাঞ্জাবের মানুষ সম্মিলিতভাবে লড়াই করে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছেন। স্বাধীনতার লড়াইয়ের কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন পাঞ্জাবের অমৃতসর স্বর্ণমন্দিরের অকাল তখত সাহিব এবং হেড গ্রন্থিস্রী সাহিব- জ্ঞানী রখবীর সিং ছাড়াও উপস্থিত ছিলেন পি এ- এস ভগবান সিং, এস সতনাম সিং অহলুয়ালিয়া, কলকাতা গুরুদুয়ারার সাধারণ সম্পাদক এস ইন্দ্রজিৎ সিং সেখন প্রমুখ।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।