Kolkata: কাল থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু, খুশি আম নাগরিকরা

আরও পড়ুন

আগামীকাল থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যের মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ১ সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে । দ্বিতীয় পর্যায়ে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে এই ক্যাম্পে। উল্লেখ্য, ২০২০ সালের ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের সূচনা করেছিলেন। ১৫ দিনব্যাপী দুয়ারে সরকার ক্যাম্পে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট-কার্ড-সহ মোট ৩৩টি প্রকল্পের সুবিধা আগেই পেয়েছেন সাধারণ মানুষ। এবার আরও দুটি নতুন কর্মসূচি যুক্ত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে। পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রহণ করা হবে। এই সঙ্গেই পাওয়া যাবে বয়স্ক ব্যক্তিদের জন্য মাসিক ভাতা পাওয়ার সুবিধাও। দুয়ারে সরকার ক্যাম্পে যেকোনও প্রকল্পের জন্য আবেদন , সংশোধন করার জন্য নিজের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও নিজের সাম্প্রতিক রঙিন ছবিও নিয়ে যেতে হবে আবেদনকারীদের।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close