Howrah: পয়লা বৈশাখকে রাজ্য দিবস করল সরকার

আরও পড়ুন

নতুন ইংরেজি বছরের আগেই পয়লা বৈশাখকেই “রাজ্য দিবস” বা “স্টেট ডে” ঘোষণা করে এক নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। ওই দিনটিকে বাংলা দিবস হিসেবেও চিহ্নিত করা হ’ল। সেইসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানকে “স্টেট সং” বা রাজ্যের গান হিসেবে ঘোষণা করা হল। শনিবার নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে এমন খবর প্রকাশ করা হয়। কবিগুরুর গানটি পুনরায় ওই নির্দেশিকায় তুলে ধরা হয়েছে।

হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close