সোমবার দুপুরে যাত্রীবাহী একটি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল ৩জন পথচারীকে। এই দুর্ঘটনায় দু’জন প্রাণ হারান,একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে বাসটিকে আটক করে,বাসের চালককে গ্রেফতার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়- শিয়ালদহ স্টেশন থেকে হাওড়ামুখী একটি বাস স্টেশন ঢোকার সময়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে।গুরুতর আহত তিনজনকেই হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাদের মধ্যে দু’জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন, আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।