খাস কলকাতার লালবাজারের কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। বিকানের বিল্ডিং থেকেই ঝাড়খণ্ডের বিধায়কদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে! আনুমানিক, ৩ লক্ষ ৩১ হাজার ৭০০ টাকা, ২৫০ রুপোর কয়েন উদ্ধার।
সূত্রের খবর, অভিযুক্ত ব্যবসায়ীর নাম মহেন্দ্র আগরওয়াল। তার অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর ব্যাঙ্কের পাশবই। তিন বিধায়ক-সহ ৫ জনের মধ্যে একজন ছিলেন পথিক কুমার। তিনি ঝাড়খণ্ডের যুব কংগ্রেসের নেতা ছিলেন। তিনিও ওই তিন বিধায়কদের সঙ্গে যুক্ত ছিলেন। সূত্রের খবর, যেই বিল্ডিং থেকে টাকা উদ্ধার করা হয় সেই বিল্ডিংয়েই তিনি শনিবার ওই তিন বিধায়কদের সঙ্গে আসেন। এই অফিসটি যার নামে তিনি পলাতক বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।