বাংলা সম্প্রীতির বার্তা দেয়।
সবাইকে নিয়ে বাংলা চলে।
রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনী হচ্ছে। প্রশাসনিক ব্যক্তিরা নিজের পরিবারকে সময় না দিয়ে রাজ্য সরকারের পরিবারকে সময় দিয়েছে। জেলা সব থিম করে ফেলেছে। বিশ্বের পুজোগুলির সঙ্গে যোগাযোগ করব। কার্নিভালের ভিড় ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে।বাংলার গান খুব ভাল হচ্ছে। লোকও সঙ্গীতের এক ঘেয়ে গানই চলছে। সন্ধ্যা মুখোপাধ্যায়কে একদিন আমি অন্ধকারের যাত্রী গানটা শুনিয়েছিলাম। দ্বিজেন
মুখোপাধ্যায় আমাকে রেকর্ড করতে বলেছিলেন।
লতাজী মা কালী ঠাকুরের ছবি দিয়েছিলেন। বাংলার গায়কদের ডাকুন। আমি তিন বছর গান শিখেছিলাম। হারমোনিয়াম বিক্রি করে দিল, তাই বন্ধ হয়ে গেল।
বাচ্চার কবিতা এপাং ওপাং ঝপাং হবে না তো কী হবে। যারা গালি দেয়, আমি মারা গেলে তাদের মালা নিয়ে আসতে দেবেন না। আমি নিজের নামে স্টেডিয়াম বানাইনি। আমি নিজের নামে কিছুই করিনি। ১০০ দিনের টাকা, আবাসনের টাকা পাইনি। ইসরো কিছু করলেও বলে আমরা করেছি। আমি চাইনা আমার দেশকে নিয়ে অন্যে সমালোচনা করুক। তাই চুপ করে আছি। আমি একটা টাকাও নিইনি। তাও আমরা চোর।
বাম আমলের ১ কোটি রেশন কার্ড বাতিল করেছি। ওই কার্ডে রেশন উঠত, ভোট দেওয়া হ’ত। আগে আদিবাসীরা পিঁপড়ে গাছের শেকড় খেত। আদিবাসীদের সাদা কার্ড করে দিয়েছি। ওটা ওদের আইডেন্টিটি কার্ড। কারন কোনদিন বলবে তোমরা অনুপ্রবেশকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কথা বলতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন।
Kolkata: আমি নিজের নামে স্টেডিয়াম বানাইনি, মন্তব্য মমতার
- Advertisement -