Kolkata : শীঘ্রই কি পূর্ণ মন্ত্রীত্বে আসতে চলেছেন দিলীপ ঘোষ !

আরও পড়ুন

কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি ঠাঁই পেতে চলেছেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ ? এমনই কানাঘুঁষো চলছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি নিন্দুকেরা বলছেন- বিজেপি দোলে নাকি ক্রমশ কোণঠাসা হয়ে আসছিলেন দিলীপ ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই দিলীপ ঘোষের গুরুত্ব কমতে থাকে বঙ্গ বিজেপিতে। ফলশ্রুতিতে লোকসভা নির্বাচনের আগেই নাকি এবার বড়সড় কোপ পড়ল দিলীপ ঘোষের ওপর। খড়গপুরের সাংসদকে এবার সরিয়ে দেওয়া হল বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির পদ থেকে। যা নিয়ে রীতিমত শোরগোল বঙ্গ বিজেপিতে। এই বিজেপি সাংসদকে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও নিয়ে আসা হতে পারে বলে জল্পনা চলছে। যদিও দিলীপ ঘোষের দাবি, আগামী লোকসভা নির্বাচনে লড়বেন যাঁরা, তাঁদের নাম রাখা হয়নি কর্মসমিতির তালিকায়। অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও নিয়ে আসা হতে পারে। এমনটাও জল্পনা চলছে।

ভারতীয় জনতা পার্টি-র কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল। সর্বভারতীয় সহ-সভাপতির তালিকা থেকে নাম বাদ গেল দিলীপ ঘোষের। মাত্র ৩ দিন আগেই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরপর দুদিন চলে এই বৈঠক। তখন থেকে জল্পনা চলছিল বিজেপি-র অন্দরে বড়সড় রদবদল হতে পারে। শনিবার বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শীর্ষ সংগঠকদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, সর্বভারতীয় সহ-সভাপতির তালিকায় দিলীপ ঘোষের নাম নেই। এ প্রসঙ্গে বিজেপি দলের রাজ্য সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আগামী বছর লোকসভা নির্বাচনে লড়বেন যাঁরা, তাঁদের নাম রাখা হয়নি তালিকায়, যাতে নিজের নির্বাচনী কেন্দ্রে মনোনিবেশ করতে পারেন তাঁরা।”

সূত্রে খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তৈরি করেছেন একটি নয়া কর্মসমিতি। সেই তালিকায় নাম নেই দিলীপ ঘোষের। বাংলা থেকে একমাত্র নাম রয়েছে অনুপম হাজরার। তাঁকে দলের রাষ্ট্রীয় সচিবের পদ দেওয়া হয়েছে। হঠাৎ করেই কেনও দিলীপ ঘোষকে সরানো হল তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে পূর্ণ মন্ত্রীত্বের দায়িত্ব পেতে পারেন দিলীপ। খুব দ্রুতই সিদ্ধান্ত হতে পারে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় দিলীপ ঘোষকে আনা নিয়ে। অন্যদিকে বিজেপি-র আরেকটি অংশের দাবি- রাজ্যের সংগঠনে ফের ফিরিয়ে আনা হতে পারে দিলীপকে। উল্লেখ্য, বাংলায় বিজেপি-র দায়িত্ব নেওয়ার পরে দুটি নির্বাচনে লড়েছিলেন দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন। সেই সময়ে রাজ্যে বিজেপি দলের বিধায়কের সংখ্যা ছিল ৩ জন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি জিতে সাংসদ হন। বিজেপি-র রাজ্য সভাপতি পদ থেকে তাঁকে সরিয়ে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। কিন্তু এখন সেই পদ থেকেও অব্যাহতি দেওয়া হল। তবে কি দিলীপ ঘোষের ভাগ্যে সত্যি মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে চলেছে ? এমনই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দর মহল।

কলকাতা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close