নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশের করা মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নির্দেশ, নতুন করে মামলাটির শুনানি হবে হাইকোর্টে।
উল্লেখ্য, প্রথমে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তা ৩২ হাজার করা হয়। চার মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছিল পর্ষদকে। বিচারপতি জানিয়েছিলেন, যারা চাকরি হারিয়েছেন সেই চার মাস তারা স্কুলে যেতে পারবেন। তবে তাদের বেতন দেওয়া হবে পার্শ্বশিক্ষকদের বেতনকাঠামো অনুযায়ী। পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি হারিয়েছেন তারা অংশ নিতে পারবেন। নতুন ইন্টারভিউতে পাশ করলে তারা আবার সেই চাকরি ফিরে পাবেন।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। শীর্ষ আদালতের নির্দেশ, এই শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলায় হাই কোর্ট এতদিন যা যা নির্দেশ দিয়েছে, তা খারিজ করা হচ্ছে। হাই কোর্টের নতুন ডিভিশন বেঞ্চে নতুন করে মামলার শুনানি হবে।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।