Kolkata: রাজ্যের পরিকাঠামো উন্নয়ন বরাদ্দ আড়াই হাজার কোটি

আরও পড়ুন

রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বিশ্ব ব্যাংকের বরাদ্দ ২ হাজার ৫০০ কোটি টাকা খরচের রূপরেখা তৈরি করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ এনিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বিশ্বব্যাঙ্কের দেওয়া টাকা ব্যবহার করে রাজ্য সরকার পণ্য মজুত রাখার বিষয়ে উন্নতমানের পরিকাঠামো ও দ্রুত গতির পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে বলে জানা গেছে। শিল্পসম্ভাবনা উজ্জ্বল এমন জায়গাগুলিতে উন্নত রাস্তা ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ করা হবে। দ্রুত পণ্য পরিবহণের লক্ষ্যে জোর দেওয়া হবে সড়ক, রেল ও জলপথের সমন্বয়ের ওপর। লজিস্টিকস ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশ্ব ব্যাঙ্কের প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নের কাজ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৫০ হাজার মানষের কাজের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close