মঙ্গলবার সকাল ন’টা নাগাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে পড়ল এক ৩৫ বছর বয়সের যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতার ট্যাংরা থানা এলাকার খটিক রোডের একটি খাবারের দোকানে। মৃত ব্যক্তির নাম বান্টি হালদার।
বান্টিবাবু পেশায় একজন ব্যাবসায়ী । খটিক রোডে একটি খাবারের দোকান ছিল তার। প্রতিদিনের মতো মঙ্গলবারও সকালে খাবারের দোকানে খদ্দেরদের জন্য খাবারের আয়োজন করছিলেন তিনি। এমতাবস্থায় আচমকাই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। দোকানের মালিক বান্টি হালদার ও তার কর্মচারীরা জল ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করেন। ক্রমশ আগুন বাড়তে থাকলে দোকান থেকে বাইরে বেরোনোর সময় লোহার শাটারের ফ্রেমে বান্টি হালদারের হাত লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাতরাতে থাকেন তিনি। তড়িঘড়ি তার কর্মীরা তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে ভর্তি করলে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফোর্টিন টাইমলাইন, ট্যাংরা, কলকাতা