টালিগঞ্জ সার্কুলার রোডে চলছে বেপরোয়া লরি, সেই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ ফাঁড়ির কাছে টালিগঞ্জ সার্কুলার রোডে। মৃতের নাম মহম্মদ আরশাদ। বাড়ি মেটিয়াবুরুজে।
সূত্রের খবর, জানা গিয়েছে বুধবার রাতে কাজ সেরে বাইকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সেই সময় ইটবোঝাই লরি ধাক্কা মারে তাকে। মহম্মদ আরশাদকে কয়েক মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় লরিটি।খবর পেয়ে সেখানে চারু মার্কেট থানার পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক লরি ও খালাসিকে আটক করেছে পুলিশ। তবে পলাতক লরির চালক। তার খোঁজে তল্লাশি চলছে।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।