ভাড়ার ট্যাক্সিতে নিয়মিত টালিগঞ্জে পা রাখা মডেল অর্পিতা মুখোপাধ্যায় ২০১৩ সাল থেকেই টালিগঞ্জের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন বলে খবর। অভিযোগ, শাসক দলের হেভি ওয়েট নেতাদের ঘনিষ্ঠ হওয়ার পর থেকে অর্পিতা বিভিন্ন ক্লাবের নানান অনুষ্ঠানে হাজির হতেন দলের নামীদামি ব্যক্তিত্বের সঙ্গী হয়ে।ইতিমধ্যেই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।পার্থবাবুর ‘ঘনিষ্ঠ’ মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের ঘন্টাখানেকের মধ্যেই আটক করেছে ইডি।
সূত্রের খবর ,অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। অর্পিতার টালিগঞ্জের আবাসন থেকে ইতিমধ্যেই ২১ কোটি ২০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭৯ লক্ষ টাকার গয়না ও ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যেবেলায় টাকা গোনার যন্ত্র আনা হয় অর্পিতার ফ্ল্যাটে। এমনকি অর্পিতার টালিগঞ্জের অভিজাত আবাসনে ২টি ফ্ল্যাট, বেলঘরিয়ায় ২টি ফ্ল্যাট রয়েছে। এমনকি অর্পিতার ফ্ল্যাট থেকে বেশ কিছু দলিলও উদ্ধার হয়েছে। এমনকি টাকার স্তূপের মধ্যে পাওয়া গিয়েছে উচ্চশিক্ষা দফতরের খাম! হিসাব বহির্ভূত সম্পত্তির উৎস জানতে তাঁকে শুক্রবার থেকে জেরা করছেন তদন্তকারীরা।
পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকেও আটক করেছে ইডি। এদিকে বারবার নিজের বয়ান বদল করছেন অর্পিতা। শনিবার ভোররাতে উত্তর ২৪ পরগনার বাড়ি থেকে সুকান্তকে আটক করে ইডি। তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নিউ ব্যারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড জে সি বোস রোড এলাকায় WBCS আধিকারিক সুকান্তের বাড়ি ইডির তদন্তকারী দল হানা দিয়েছিল শুক্রবার। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর ভোরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত,পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর আপ্ত সহায়ক ছিলেন এই সরকারি আধিকারিক। ইডি সূত্রে খবর, বেশ কিছু প্রয়োজনীয় নথি মিলেছে এই WBCS আধিকারিকের বাড়ি থেকে। বিশেষজ্ঞদের মতে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ই ডি) আধিকারিকেরা সন্দেহভাজনদের মুখোমুখি বসিয়ে একের পর এক জেরা করে নানান তথ্য তুলে আনবেন বলেই ধারনা সকলের।