Kolkata: কলকাতা বিধানসভা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে

আরও পড়ুন

লোকসভার সাম্প্রতিক হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। বিধানসভা ভবনে আজ, মঙ্গলবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন। পরে অধ্যক্ষ জানান, বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে বেশ কিছু শৈথিল্য ধরা পড়েছে। তা শীঘ্রই দূর করা হবে। বিধানসভায় বাড়তি পুলিশ মোতায়েন করতে পুলিশ কমিশনারকে অনুরোধ করা হয়েছে। বেশ কিছু নতুন বিধিনিষেধ চালু করা হচ্ছে। সেগুলি বুলেটিন আকারে প্রকাশ করা হবে। সর্বদল বৈঠক ডেকে সমস্ত সদস্যদের তা জানানো হবে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, বিধানসভার নিরাপত্তার বিষয়টি নিয়মিত পর্যালোচনা করা হয়। লোকসভার ঘটনার থেকে শিক্ষা নিয়ে বিধানসভার নিরাপত্তাযর প্রতি কড়া নজর রাখা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের আশা নিয়মিত পুলিশি নজরদারিতে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা সম্ভব।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close