Kolkata : ঘরেই আলো জ্বালিয়ে দশম শ্রেণির ছাত্রী আত্মঘাতী

আরও পড়ুন

Kolkata : ঘরেই আলো জ্বালিয়ে দশম শ্রেণির ছাত্রী আত্মঘাতী

শুক্রবার ভোরে নরেন্দ্রপুরের রুমঝুম পার্ক এলাকার একটি আবাসনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল দশম শ্রেণির এক কৃতি ছাত্রী। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন ও একটি সুসাইড নোট উদ্ধার করে।

সোনারপুর ব্লকের উপ-প্রধান সন্তোষ মজুমদারের একমাত্র মেয়ে সাত্ত্বিকা। সাউথ পয়েন্ট স্কুলের কৃতি ছাত্রী ছিল সে। আগামীবছর তার মাধ্যমিক দেওয়ার কথা ছিল। তার মিষ্টি ব্যাবহারে মুগ্ধ ছিলেন পড়শীরা সকলেই। সে কেনও এমন কান্ড ঘটালো তার সঠিক কারন এখনো জানা যায়নি। পরিবার সূত্রের খবর- বৃহস্পতিবার ভোররাতে মেয়ের ঘরের আলো জ্বলতে দেখে সেই ঘরে গিয়ে বাবা দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে মেয়ে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন।
তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান- প্রণয়ঘটিত কারনে এমন ঘটনা ঘটেছে। সুইসাইড নোটএ একটি মোবাইল নম্বরের উল্লেখ ছিল। সেটি উত্তর প্রদেশের একটি যুবকের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই যুবকের সঙ্গে মেয়েটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ।এই ঘটনায় শোকস্তব্ধ তার পরিবার ,পড়শি থেকে শুরু করে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা এমনকি সহপাঠীরা সকলেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফোর্টিন টাইমলাইন , কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close