Kolkata Ecco Park : ইকো পার্কে চিড়িয়াখানা তৈরির উদ্যোগ

আরও পড়ুন

কলকাতা ইকো পার্কে তৈরি হতে চলেছে চিড়িয়াখানা। পার্কের ৬ নম্বর গেটের কাছে অবস্থিত ডিয়ার পার্কের ১৭ একর জায়গা জুড়ে তৈরি হবে এই চিড়িয়াখানাটি। উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শকদের মনে।

উল্লেখ্য,২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ইকো পার্ক তৈরি করা হয়েছিল। উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে পার্কটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং ২০১৮ সালে মিনি চিড়িয়াখানা তৈরির অনুমোদন পায়।

বনদফতর সূত্রে খবর, বিভিন্ন বন্য প্রাণী আনা হবে আলিপুরদুয়ার চিড়িয়াখানা থেকে। ইতিমধ্যে গত সপ্তাহে আলিপুর চিড়িয়াখানা থেকে পাঁচটি মার্শ কুমির এবং সুন্দরবনের ভাগবতপুর কুমির প্রকল্প থেকে চারটি নোনা জলের কুমির সহ আনা হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কয়েকটি কালো রাজহাঁস, আফ্রিকার সারস, নীল-হলুদ ম্যাকাও ও কাকাতুয়া।

চলতি বছরে এই চিড়িয়াখানায় থাকবে এশিয়ান সিংহ, রয়েল বেঙ্গল টাইগার, চিতাবাঘ , জিরাফ, জেব্রা এবং জলহস্তি। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসারে প্রাণীদের ঘেরা তৈরির পরিকল্পনা করা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close